জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলা, বহু হতাহত

- আপডেট সময় : ১১:০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১৮ বার পঠিত
জার্মানির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৬৮ জন।
দেশটির স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তারা এই ঘটনাকে আন্তর্জাতিক হামলা হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাস্থল থেকে আটক চালককে হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।
জার্মান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত ব্যক্তি সৌদি আরবের নাগরিক। ২০০৬ সালে থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি বার্নবার্গে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন।
সন্দেহভাজন হামলাকারীর নাম তালেব এ (৫০)। তিনি মনোরোগ বিশেষজ্ঞ।
সৌদি আরব এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওলাফ শলৎজ ঘটনাস্থল পরিদর্শন করবেন।
দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার আগে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। এরপরেই ভিড়ের মধ্যে উঠিয়ে হামলা চালান তিনি।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজনকারী ব্যক্তি একাই এই হামলা চালিয়েছেন। এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই যে এই হামলায় অন্য কেউ জড়িত আছে। তবে এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।