জিম্মিদের লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

- আপডেট সময় : ১১:১৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৬ বার পঠিত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে আগামী বৃহস্পতিবার চারজন জিম্মির মরদেহ ফেরত নিচ্ছে ইসরায়েল। একইসঙ্গে শনিবার ছয়জন জীবিত জিম্মিকে ফেরত আনতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি হিসেবে ৩৩ দিনে কয়েকজন জিম্মির মরদেহ ফেরত দেওয়া হবে এবং এই দিনটি বৃহস্পতিবার পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জিম্মিদের লাশ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে মৃত জিম্মিদের নাম ইসরায়েলকে দিবে হামাস। এরপর আইডিএফের অ্যাম্বুলেন্সে করে লাশগুলো আবু কাবির ফরেনসিক ইন্সটিটিউটে পাঠানো হবে। সেখানে লাশগুলো পরীক্ষা করার পর পরিবারকে অবহিত করা হবে।
তবে এসব নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু বলা হয়নি।