বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

জেসিকা হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ১৭
আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের আলোচিত স্কুল শিক্ষার্থী জেসিকা মাহমুদ হত্যা মামলার প্রধান আসামি বিজয়ের তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত।

রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর বিচারিক আদালতে তাকে হাজির করা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর ফাঁড়ির পরিদর্শক এসএম শফিকুল ইসলাম। পরে শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশিতা ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন, মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন, তিনি জানান মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দেন। শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে দুপুর সাড়ে ৩ টার দিকে র‌্যাব মুন্সীগঞ্জ সদর থানায় আসামি বিজয়কে হস্তান্তর করে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD