সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে  উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ার, টিউবওয়েল ও ফুটবল বিতরণ

আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি। / ১৭৩
আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৫:০৮ পূর্বাহ্ণ

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের পক্ষ থেকে এডিপির অর্থায়নে চেয়ার, ফুটবল ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ এসব চেয়ার, ফুটবল ও টিউবওয়েল বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার সম্পাদক মজিবর রহমান, ইউপি সদস্য জোসনা বেগমসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি কর্তৃক বরাদ্দকৃত ৬ লক্ষ ১৬ হাজার ৪ শত টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ক্লাবে ১৭৭টি চেয়ার ও ১২৪টি ফুটবল প্রদান করা হয় এবং উপজেলার বিভিন্ন গরীব, অসহায় ব্যক্তিদের মাঝে ৪৪টি হ্যান্ড টিউবওয়েল প্রদান করা হয়।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD