ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ২৭ বার পঠিত

বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়। টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিনদিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। ফুটবল সাপোর্টার্স ফোরামও আজ যোগ দিয়েছে এ আন্দোলনে। বাফুফের সামনে ঝাড়ু মিছিল করেছে এই ফোরাম। 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর। অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামেরও। তবে আজ কানাডা থেকে আসা শমিত সোমের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে।

এই ম্যাচগুলোকে ঘিরে দেশের ফুটবলে আগ্রহ আকাশচুম্বী। নয়টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। সর্বনিম্ন দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। এরপরও টিকিট নিয়ে আগ্রহে ভাটা পড়েনি। টিকিট বিক্রি শেষ হয়ে গেছে ইতোমধ্যেই। তবে সাধারণ দর্শক টিকিট পাননি বলে জানা গেছে।

সমর্থকদের ক্ষোভের জায়গা এখানেই। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের একটি সংগঠন গত তিন দিন ধরে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ‘নো আল্ট্রাস, নো ফুটবল’, ‘জাস্টিস ফর আল্ট্রাস, জাস্টিস ফর ফুটবল ফ্যানস’, ‘টিকিট কই বাফুফে?’, ‘টিকিট চাই’ ইত্যাদি লেখা ব্যানার নিয়ে তারা আজও বসেছেন ফেডারেশনের সামনে।

এদিকে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে আজ বাফুফে ভবনের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফুটবল সাপোর্টার্স ফোরাম। তিনি বলেন, ‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’ এই মিছিলে ‘টিকিট চাই, টিকিট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘কালোবাজারির কালো হাত ভেঙে দে গুঁড়িয়ে দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

ট্যাগস :

টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়। টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিনদিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। ফুটবল সাপোর্টার্স ফোরামও আজ যোগ দিয়েছে এ আন্দোলনে। বাফুফের সামনে ঝাড়ু মিছিল করেছে এই ফোরাম। 

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর। অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামেরও। তবে আজ কানাডা থেকে আসা শমিত সোমের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে।

এই ম্যাচগুলোকে ঘিরে দেশের ফুটবলে আগ্রহ আকাশচুম্বী। নয়টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। সর্বনিম্ন দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। এরপরও টিকিট নিয়ে আগ্রহে ভাটা পড়েনি। টিকিট বিক্রি শেষ হয়ে গেছে ইতোমধ্যেই। তবে সাধারণ দর্শক টিকিট পাননি বলে জানা গেছে।

সমর্থকদের ক্ষোভের জায়গা এখানেই। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের একটি সংগঠন গত তিন দিন ধরে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ‘নো আল্ট্রাস, নো ফুটবল’, ‘জাস্টিস ফর আল্ট্রাস, জাস্টিস ফর ফুটবল ফ্যানস’, ‘টিকিট কই বাফুফে?’, ‘টিকিট চাই’ ইত্যাদি লেখা ব্যানার নিয়ে তারা আজও বসেছেন ফেডারেশনের সামনে।

এদিকে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে আজ বাফুফে ভবনের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফুটবল সাপোর্টার্স ফোরাম। তিনি বলেন, ‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’ এই মিছিলে ‘টিকিট চাই, টিকিট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘কালোবাজারির কালো হাত ভেঙে দে গুঁড়িয়ে দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।