সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন

টেকনাফে ভাইয়ের অস্ত্রের আঘাতে ভাইয়ের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৬৬
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধে জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ সাবরাং ইউনিয়ন শাহপরীরদ্বীপ ৮ নম্বর ওর্য়াড পশ্চিম পাড়ায় শনিবার (২৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন টেকনাফ শাহপরীরদ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার মৃত মকবুল আহমদের ছেলে।

নিহত মো. হোসনের মেয়ে লায়লা বেগম জানান, জমি নিয়ে তার বাবা মো. হোসেন ও চাচা মো. ইউনুসের মধ্যে অনেকদিন থেকে বিরোধ চলছিল।হঠাৎ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মো. ইউনুসের নেতৃত্ব একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের দোকানের সামনে হামলা চালিয়ে তার বাবাকে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে অবস্থা আশঙ্কাজনক তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মো. হোসেন নামে একজন নিহত হয়। তবে এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD