টোল নিতে দেরি, টোলকর্মীর ওপড় চড়াও বিএনপি নেতা

- আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২৭ বার পঠিত
চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল নিতে দেরি হওয়ায় টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নাজমুল মোস্তফা ওরফে আমিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।
গত শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।
নাজমুল মোস্তফা লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদকও। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাজমুল মোস্তফা টোলকর্মীর টি-শার্টের কলার টেনে ধরে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তার টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি।