ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিসহ গ্রেপ্তার, মদ উদ্ধার ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনিত করলো পাকিস্তান বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ ‘এক কলেই থামবে ইসরায়েল-ইরান যুদ্ধ’ বিএনপির কাছে নিজ দলের কর্মীরাও নিরাপদ নন: মুফতি ফজলুল করীম পল্টনে ডিবির অভিযানে মাদক কারবারিদের গুলি, দুই পুলিশ সদস্য আহত প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে ২ বছরের কারাদণ্ড জেলেদের লক্ষ্য করে গুলির অভিযোগ কোস্টগার্ডের বিরুদ্ধে, নিখোঁজ ২ আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

ট্রুডো বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে। শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরাল এবং যুতসই জবাব দেওয়া হবে।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা এটি চাই না। কিন্তু তিনি (ট্রাম্প) যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই টেবিলে আছে।

 অটোয়ার কর্মকর্তারা কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক কষছেন। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন।

তবে বক্তব্য দেওয়ার সময় কানাডার নাগরিকদেরকে সতর্ক করেছেন ট্রুডো। তিনি বলেছেন, সামনে কঠিন সময় আসতে পারে। কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক উপদেষ্টা পরিষদের বক্তব্যে ট্রুডো বলেন, দেশ বর্তমানে সংকটময় মুহূর্তে রয়েছে।

ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডার পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই ২৫ শতাংশ কর দিতে হবে। তবে এ শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও আপাতত অন্তর্ভুক্ত হবে না। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে কানাডার তেলে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্যাগস :

ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রুডোর

আপডেট সময় : ১১:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ১ ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

ট্রুডো বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে। শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরাল এবং যুতসই জবাব দেওয়া হবে।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা এটি চাই না। কিন্তু তিনি (ট্রাম্প) যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব। সব বিকল্পই টেবিলে আছে।

 অটোয়ার কর্মকর্তারা কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি ছক কষছেন। তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন।

তবে বক্তব্য দেওয়ার সময় কানাডার নাগরিকদেরকে সতর্ক করেছেন ট্রুডো। তিনি বলেছেন, সামনে কঠিন সময় আসতে পারে। কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক এক উপদেষ্টা পরিষদের বক্তব্যে ট্রুডো বলেন, দেশ বর্তমানে সংকটময় মুহূর্তে রয়েছে।

ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডার পণ্য সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ঢুকলেই ২৫ শতাংশ কর দিতে হবে। তবে এ শুল্কের আওতায় কানাডা থেকে আমদানি করা তেলও আপাতত অন্তর্ভুক্ত হবে না। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে কানাডার তেলে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।