ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পঠিত

রাজধানীর কাকরাইল মোড়ে র‌্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও আটটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) গত  ৪ ডিসেম্বর দুপুরে তাঁতীবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের দোকান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাড্ডায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। বংশাল চৌরাস্তায় এসে তিনি একটি বাসে ওঠেন। বাসটি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ ১০-১২ জন ওই বাসে উঠে নিজেদের র‌্যাবের সদস্য বলে পরিচয় দেন। তাদের মধ্যে একজন ‘র‌্যাব’ লেখা জ্যাকেট পরা ছিলেন। তার কাছে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল।

র‌্যাব পরিচয় দেওয়া লোকগুলো বাসের যাত্রীদের বলেন, এই গাড়িতে মামলার আসামি রয়েছে। পরে সাইফুল ইসলামকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যান তারা। পরে তার সঙ্গে থাকা সব টাকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি রমনা থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস :

ঢাকায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কাকরাইল মোড়ে র‌্যাব পরিচয়ে ডাকাতির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ইসিবি চত্বর ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও আটটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (৩৫), মো. কবির হোসেন (৫০), মো. শরিফ (২৫), মো. মনির হোসেন (৪০) ও মো. হাবিবুর খন্দকার (৩৮)।

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, ডেমরার মাতুয়াইলের ট্রাসমি কোম্পানি লিমিটেডের ডিএমডি সাইফুল ইসলাম (৩৮) গত  ৪ ডিসেম্বর দুপুরে তাঁতীবাজারের রামের গদি নামের একটি স্বর্ণালংকারের দোকান থেকে ২৬ লাখ ১২ হাজার টাকা নিয়ে বাড্ডায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। বংশাল চৌরাস্তায় এসে তিনি একটি বাসে ওঠেন। বাসটি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যালে পড়লে হঠাৎ ১০-১২ জন ওই বাসে উঠে নিজেদের র‌্যাবের সদস্য বলে পরিচয় দেন। তাদের মধ্যে একজন ‘র‌্যাব’ লেখা জ্যাকেট পরা ছিলেন। তার কাছে হাতকড়া ও ওয়্যারলেস সেট ছিল।

র‌্যাব পরিচয় দেওয়া লোকগুলো বাসের যাত্রীদের বলেন, এই গাড়িতে মামলার আসামি রয়েছে। পরে সাইফুল ইসলামকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যান তারা। পরে তার সঙ্গে থাকা সব টাকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি রমনা থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।