ঢাবিতে তোফাজ্জলকে হত্যা করেছে যারা
- আপডেট সময় : ১০:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬৩ বার পঠিত
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছে ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক-পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ জামান এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইননিস্টিউটের মোত্তাকিন সাকিন। নির্যাতনকারী শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী।
আরেকটি সূত্র নিশ্চিত করে আরো জানায়, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সুলতান প্রথমে চোর সন্দেহে তোফাজ্জলকে ধরে গেস্টরুমে নিয়ে আসে। সূত্রটির তথ্যমতে, মারধরসহ নির্মমতা চালানোর ঘটনায় মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের রাশেদ কামাল অনিক, গণিত বিভাগের রাব্বি এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুলও জড়িত ছিল।