ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

তল্লাশির খবরে জানালা দিয়ে কোটি টাকা ফেললেন প্রকৌশলী, বাইরে বান্ডিলের বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৩৬ বার পঠিত

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২ কোটি রুপিরও বেশি নগদ অর্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ভিজিল্যান্স বিভাগ তল্লাশি করতে আসছে জানতে পেরে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ রুপির নোটের বান্ডিল ছুঁড়ে মারেন গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠ নাথ সারঙ্গি। এ সময় বাইরে রুপির বৃষ্টি হতে দেখা যায়।

দুর্নীতি এবং আয়ের বাইরে সম্পদ রয়েছে এমন অভিযোগে এসব অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি। সড়ক বিভাগের এই প্রধান প্রকৌশলী আরও তদন্তের আওতায় রয়েছেন।

ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর এবং পিপিলিসহ (পুরী) সাতটি স্থানে একযোগে অভিযান চালিয়ে এই প্রকৌশলীর প্রায় ২.১ কোটি টাকা নগদ টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স বিভাগ।

 একটি নাটকীয় ঘটনায়, ভিজিল্যান্স অফিসাররা আসার সাথে সাথে শ্রী সারঙ্গি তার ফ্ল্যাটের জানালা দিয়ে নগদ রুপির বান্ডিল ছুঁড়ে ফেলে দেয়ার চেষ্টা করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে বান্ডিলগুলো উদ্ধার করা হয়।

সারঙ্গির আয়ের উৎসের তুলনায় অপ্রতুল সম্পদের মালিকানার অভিযোগের পর চালানো হয় এই তল্লাশি। আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি), ১২ জন ইন্সপেক্টর এবং ছয়জন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ২৬ জন পুলিশ কর্মকর্তার একটি দল তল্লাশিটি চালাতে অংশ নেন।

তল্লাশি অভিযানের ভিডিওতে দেখা যায়, অফিসাররা নগদ রুপির স্তূপ গুনছেন, যার মধ্যে বেশির ভাগই ৫০০ রুপি নোটের বান্ডিল। এ ছাড়া ছিল ৫০, ১০০ এবং ২০০  রুপির নোটের কিছু বান্ডিলও।

ট্যাগস :

তল্লাশির খবরে জানালা দিয়ে কোটি টাকা ফেললেন প্রকৌশলী, বাইরে বান্ডিলের বৃষ্টি

আপডেট সময় : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ২ কোটি রুপিরও বেশি নগদ অর্থ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ভিজিল্যান্স বিভাগ তল্লাশি করতে আসছে জানতে পেরে অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ৫০০ রুপির নোটের বান্ডিল ছুঁড়ে মারেন গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী বৈকুণ্ঠ নাথ সারঙ্গি। এ সময় বাইরে রুপির বৃষ্টি হতে দেখা যায়।

দুর্নীতি এবং আয়ের বাইরে সম্পদ রয়েছে এমন অভিযোগে এসব অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি। সড়ক বিভাগের এই প্রধান প্রকৌশলী আরও তদন্তের আওতায় রয়েছেন।

ওড়িশার আঙ্গুল, ভুবনেশ্বর এবং পিপিলিসহ (পুরী) সাতটি স্থানে একযোগে অভিযান চালিয়ে এই প্রকৌশলীর প্রায় ২.১ কোটি টাকা নগদ টাকা উদ্ধার করেছে ভিজিল্যান্স বিভাগ।

 একটি নাটকীয় ঘটনায়, ভিজিল্যান্স অফিসাররা আসার সাথে সাথে শ্রী সারঙ্গি তার ফ্ল্যাটের জানালা দিয়ে নগদ রুপির বান্ডিল ছুঁড়ে ফেলে দেয়ার চেষ্টা করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে বান্ডিলগুলো উদ্ধার করা হয়।

সারঙ্গির আয়ের উৎসের তুলনায় অপ্রতুল সম্পদের মালিকানার অভিযোগের পর চালানো হয় এই তল্লাশি। আটজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি), ১২ জন ইন্সপেক্টর এবং ছয়জন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ২৬ জন পুলিশ কর্মকর্তার একটি দল তল্লাশিটি চালাতে অংশ নেন।

তল্লাশি অভিযানের ভিডিওতে দেখা যায়, অফিসাররা নগদ রুপির স্তূপ গুনছেন, যার মধ্যে বেশির ভাগই ৫০০ রুপি নোটের বান্ডিল। এ ছাড়া ছিল ৫০, ১০০ এবং ২০০  রুপির নোটের কিছু বান্ডিলও।