তীব্র শীতের মধ্যে কম্বল বিতরন

- আপডেট সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪১ বার পঠিত
হীম শীতল ঠান্ডায় যখন মানুষ ঘর থেকে বের হতেও দশবার ভাবেন। প্রয়োজন না হলে ঘর থেকে বের হন না, ঠিক সেই শীতে কম্বল নিয়ে ইয়াতিমখানা, মাদ্রাসার ছাত্র, অসহায় মানুষ ,দুস্থ ও গরীব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরন করে এক বিরল দৃস্টান্ত স্থাপন করলেন
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার,গৌরনদী উপজেলা পরিষদ র দাযিত্বপ্রাপ্ত প্রশাসক, গৌরনদী পৌর প্রশাসক গৌরনদী উপজেলার স্কুল কলেজের সভাপতির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো আবু আব্দুল্লাহ খান ।
জানা গেছে,তীব্র শীতের শৈত্যপ্রবাহ ও হাড় কাপানো ঠান্ডার মাঝে রাতের আধারে গৌরনদী থানা সংলগ্ন ইয়াতিম খানা মাদ্রসা, এবং
গরীব দুস্থ্য , অসহায় ও ছিন্নমূুল মানুষদের বাড়ি বাড়ির দ্বারে দ্বারে গিয়ে সরকারি দায়িত্ব মানবিকভাবে পালনে কম্বল বিতরন করেন।
মানবিক দায়িত্ব পালন ্র মানুষের সেবায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করায় গৌরনদী বাসীর কাছে প্রিয় আস্থাভাজন হিসাবে পরিচিতি লাভ করেছেন ।
মানবিক মো আবু আব্দুল্লাহ খানকে নিয়ে মসজিদ মন্দিরে প্রার্থনায় দোয়া আশির্বাদ করা হয়।