ত্রিপল মার্ডারের ব্যাবহৃত দা উদ্ধার

- আপডেট সময় : ১০:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৩০ বার পঠিত
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কালকিনি বাঁশগাড়ি ইউনিয়নে ত্রিপল মার্ডারের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।এসময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা রামদা উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন ফয়সাল তালুকদার (৩০) পিতা-বজলু তালুকদার,রবিউল তালুকদার (২০), পিতা- লুৎফর তালুকদার, অমিত তালুকদার (২২), পিতা-গিয়াসউদ্দিন তালুকদার,সম্রাট তালুকদার (১৯), পিতা- দাদন তালুকদার এরা সকলে কালকিনি-কালাই সরদারের চর নিবাসী।
এদিকে অপর একটি অভিযানে র্যাব-০৮ এর সহায়তায় কালকিনি বাঁশগাড়ি ইউনিয়নের ত্রিপল হত্যা মামলার ২ আসামী বেলায়েত মৃধা (৪৮), পিতা- মৃত আলী আকবর মৃধা, ও মাহাবুব আলম মুকুল বেপারী (৪৫), পিতা-কাঞ্চন বেপারী গাজীপুর হতে গ্রেফতার করা হয়েছে ও কালকিনি থানা পুলিশের অভিযানে ট্রিপল হত্যা মামলায় নিয়ামাত সিকদার পিতামৃত ইমান উদ্দিন সিকদার গ্রাম কানুরগাঁও থানা কালকিনি কে গ্রেপ্তার করেন কালকিনি থানা পুলিশ।