ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ, নৌনিরাপত্তা বাড়াতে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পঠিত

দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে এক সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। নেতারা দক্ষিণ চীন সাগরে নৌ নিরাপত্তা বাড়ানোর বিষয়েও ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি।

দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধসহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান তারা। আগামী বছর ভারতে কোয়াডের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজের সঙ্গে বৈঠক করেন। তিনি ইন্দো প্যাসিফিককে মুক্ত অঞ্চল গঠনে কোয়াডের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে তারা জানান, দক্ষিণ চীন সাগরে আগামী বছর কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তারা সামরিক সহযোগিতা বাড়ানোরও বিষয়টিতে ঐকমত্য পোষণ করেন। কোয়াড সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন চীনের কথা উল্লেখ করলেও যৌথ বিবৃতিতে চীনের নাম উল্লেখ করা হয়নি।

ট্যাগস :

দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ, নৌনিরাপত্তা বাড়াতে সম্মত

আপডেট সময় : ১০:১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

দক্ষিণ ও পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে এক সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। নেতারা দক্ষিণ চীন সাগরে নৌ নিরাপত্তা বাড়ানোর বিষয়েও ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলওয়ারের উইলমিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, ‘পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তবে উদ্বেগ প্রকাশ করলেও বিবৃতিতে সরাসরি বেইজিংয়ের নাম উল্লেখ করা হয়নি।

দক্ষিণ ও পূর্ব চীন সাগর ছাড়াও সম্মেলনে কোয়াড নেতারা ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধসহ বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দাও জানান তারা। আগামী বছর ভারতে কোয়াডের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজের সঙ্গে বৈঠক করেন। তিনি ইন্দো প্যাসিফিককে মুক্ত অঞ্চল গঠনে কোয়াডের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

বৈঠকের পর যৌথ বিবৃতিতে তারা জানান, দক্ষিণ চীন সাগরে আগামী বছর কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তারা সামরিক সহযোগিতা বাড়ানোরও বিষয়টিতে ঐকমত্য পোষণ করেন। কোয়াড সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন চীনের কথা উল্লেখ করলেও যৌথ বিবৃতিতে চীনের নাম উল্লেখ করা হয়নি।