সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন

ধানের ট্রাক উল্টে প্রাণ গেলো শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক / ৬৬
আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৯:৩২ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে ধানের ট্রাক উল্টে নাঈম সিকদার (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত নাঈম মৌকরন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কের বদরপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয় হাসিব সিকদার (১৬) নামে আরেকজন।

জানা যায়, বিকেলে পটুয়াখালীর কলাপাড়া এলাকা থেকে ধানবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রাকটি সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজার অতিক্রমকালে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে পথচারী নাঈম সিকদার (১৬) নিহত হয়।

পটুয়াখালী সদর থানার এসআই ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD