ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও গুতেরেসের দিনটি যেভাবে গেল আবরার ফাহাদ হত্যা : হাইকোর্টের রায় রোববার ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩ দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের মার্কিন জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের, প্রত্যাখান ইসরাইলের টানা দুই দিন ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বড় হচ্ছে ডিজিটাল অর্থনীতি, ব্যয় বাড়ছে আইসিটি খাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৩ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বা কাল এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে। বিজ্ঞপ্তিতে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করার আহ্বান জানাতে যাচ্ছে ইসি। গতকাল রোববার বিকালে এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির সংশ্লিষ্টরা জানান, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে আরেক ধাপ এগিয়ে গেল কমিশন। নতুন গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)’ অন্য অনিবন্ধিত দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে হলে এ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দল নিবন্ধনের সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রায় তিন মাস সময় লেগে যাবে।

যদিও নতুন দল নিবন্ধন দিতে আরপিও সংশোধনের সুপারিশ করেছিল নির্বাচন সংস্কার কমিশন। সুপারিশে দল নিবন্ধনের শর্ত শিথিল করার সুপারিশ করা হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে—এ কারণে বিদ্যমান আইন অনুসরণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তবে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা পরে বাস্তবায়ন করবে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম বারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়।

ট্যাগস :

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বা কাল এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে। বিজ্ঞপ্তিতে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করার আহ্বান জানাতে যাচ্ছে ইসি। গতকাল রোববার বিকালে এ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছে কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন নতুন দল নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির সংশ্লিষ্টরা জানান, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে আরেক ধাপ এগিয়ে গেল কমিশন। নতুন গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)’ অন্য অনিবন্ধিত দলগুলো আগামী নির্বাচনে অংশ নিতে হলে এ প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দল নিবন্ধনের সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রায় তিন মাস সময় লেগে যাবে।

যদিও নতুন দল নিবন্ধন দিতে আরপিও সংশোধনের সুপারিশ করেছিল নির্বাচন সংস্কার কমিশন। সুপারিশে দল নিবন্ধনের শর্ত শিথিল করার সুপারিশ করা হয়। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে—এ কারণে বিদ্যমান আইন অনুসরণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তবে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা পরে বাস্তবায়ন করবে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম বারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়।