ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাজেট দিয়েছে সরকার: বিএনপি দ.কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং: এক বিতর্কিত উত্থানের গল্প ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবোঝাই ট্রাক খাদে পড়ে বিস্ফোরণ, পুরো এলাকায় আতঙ্ক পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কুমিল্লায় যানজটে ভোগান্তি ঢাকায় কোরবানির পশুর হাটে ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান, ২০ দিন ধরে ব্যাহত নাগরিক সেবা

নরসিংদীতে বাসের সঙ্গে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পঠিত

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে একই সময় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেল তিনটির আরও পাঁচ আরোহী। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিব ও ইয়ামিন নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহমান, আরিফ এবং সৃজন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চেপে সিলেটে ভ্রমণ শেষে ঢাকার কেরানীগঞ্জে ফিরছিলেন আরিফ ও তার দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে করে নরসিংদীর জিনারদী এলাকার অপর তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল তিনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী আহত এবং নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়েছে চালক ও সহযোগী। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নরসিংদীতে বাসের সঙ্গে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ, একজন নিহত

আপডেট সময় : ১১:০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে একই সময় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন মোটরসাইকেল তিনটির আরও পাঁচ আরোহী। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরানীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার হাবিব ও ইয়ামিন নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহমান, আরিফ এবং সৃজন মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে চেপে সিলেটে ভ্রমণ শেষে ঢাকার কেরানীগঞ্জে ফিরছিলেন আরিফ ও তার দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে করে নরসিংদীর জিনারদী এলাকার অপর তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল তিনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ঢাকায় পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনী আহত এবং নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি ঘটনাস্থলে থাকলেও পালিয়েছে চালক ও সহযোগী। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।