ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ। তিনি রোববার (২২ ডিসেম্বর) মোদিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননায় ভূষিত করেছেন।

এই পুরস্কার পাওয়ার পর মোদি এটি ভারত-কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেশটিতে ভারতীয় কমিউনিটি এবং ভারতের ১৪০ কোটি নাগরিককে উৎসর্গ করেছেন।

মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েতে যান মোদি। সেখানে এরই মধ্যে দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাবাহ আল-খালিদ আল-সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ ছাড়া কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদি।

৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেছেন। এর আগে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

এর আগে কুয়েত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, বিল ক্লিনটন, সৌদি আরবের বাদশা সালমান, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননায় ভূষিত করেছেন।

ট্যাগস :

নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত

আপডেট সময় : ১০:১৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহ। তিনি রোববার (২২ ডিসেম্বর) মোদিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননায় ভূষিত করেছেন।

এই পুরস্কার পাওয়ার পর মোদি এটি ভারত-কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দেশটিতে ভারতীয় কমিউনিটি এবং ভারতের ১৪০ কোটি নাগরিককে উৎসর্গ করেছেন।

মিশাল আল-আহমদ আল-জাবের আল সাবাহের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েতে যান মোদি। সেখানে এরই মধ্যে দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাবাহ আল-খালিদ আল-সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ ছাড়া কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদি।

৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেছেন। এর আগে ১৯৮১ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

এর আগে কুয়েত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, বিল ক্লিনটন, সৌদি আরবের বাদশা সালমান, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবির’ সম্মাননায় ভূষিত করেছেন।