সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

নাট্যচক্রের মিলনমেলা অনুষ্ঠিত

রবিউল আওয়াল (স্টাফ রিপোর্টার) / ২১১
আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৯:২৬ পূর্বাহ্ণ

দেশের স্বনামধন্য নাট্য সংগঠন নাট্যচক্র তাদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে আগামী ১০ আগস্ট ।এ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির ট্রেনিং রুমে আলোচনা সভা ও নাট্যচক্রের নবীন ও প্রবীণ সদস্যদের এক মিলনমেলার আয়োজন করা হয়।

মিলন মেলায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ম. হামিদ, অধ্যাপক আব্দুস সেলিম, ফাল্গুনী হামিদ, দেব প্রসাদ দেবনাথ, মোখলেছুর রহমান টুলু, আউয়াল চৌধুরী, আফরোজা চৌধুরী রত্না, রবিউল মাহমুদ ইয়ং, মিলি মুন্সী, সামসুদ্দীন হায়দার ডালিম, তনিমা হামিদ, রিমা, খুশি, রবিন, পলাশ, চঞ্চল, রানা, আসিফ, সাইফুল ইসলাম মান্নু, মুরাদ পারভেজ, সঞ্জিত সরকার, নাসরীন, সাথী,মাহমুদা শিউলি , ইলিয়াস , পরিমল, নাসিরুদ্দিন মাসুদসহ আরো অনেকে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ আগস্ট একদল তরুণ, নবীন, উদ্যম ও প্রতিভাবানদের নিয়ে নাট্যচক্র প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধের পর ‘নাট্যচক্র’ বাংলাদেশের অন্যতম প্রথম নাট্যদল যা এ দেশের নাট্যকর্মীদের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
সংগঠনের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত নাট্যচক্র দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মিলনমেলায় নাট্যচক্রের সভাপতি, বিটিভি ও এফডিসি সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক চেয়ারম্যান নাট্যজন ম. হামিদ বলেন, করোনা মহামারীর কারণে আমাদের অনেক কার্যক্রম স্থবির ছিল, নতুন করে জেগে উঠা পৃথিবীতে আশা করি আমরা আবার কাজ শুরু করতে পারব। মিলনমেলায় তিনি
নাট্যচক্রের বর্তমান ও অতীতের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদেরকে আন্তরিক অভিনন্দন জানান এবং ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পরিকল্পনা তুলে ধরেন। অতীতের মতো আগামীর পথচলায় সহযাত্রীরা সকলেই সঙ্গে থাকবেন এমনটাও তিনি প্রত্যাশা করেন।

নাট্যচক্র‌ ১৯৭৭ সালে ‘নাট্য শিক্ষাঙ্গন’ নামে এক বছরের সার্টিফিকেট কোর্সের প্রথম উদ্যোগ নেয়। এই কোর্সের অধ্যক্ষ ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD