নিকোকে নিয়ে বার্সা-পিএসজির কাড়াকাড়ি
- আপডেট সময় : ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৩৫ বার পঠিত
সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে ইংলিশদের হারিয় এক যুগ পর ইউরো শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করে স্পেন। এবারের আসরে দুর্দান্ত ছিল ২২ বছর বয়সি স্প্যানিশ তারকা ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। তার পা থেকে আসে দুটি গোল। শুধু গোল বিবেচনা নয়, স্প্যানিশদের শিরোপার জয়ের অন্যতম কান্ডারি ছিলেন নিকো।
স্পেনের ফরোয়ার্ড লাইনের দুই প্রান্ত থেকে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় দুই স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। মাঠের খেলার এই দুই তরুণের রসায়নও জমে ওঠে বেশ, যা চোখ এড়ায়নি বার্সার হেড মাস্টার হ্যান্সি ফ্লিকের। যার কারণে নিকো নিজেদের ডেরায় ভেড়াতে মরিয়া হয়ে আছে স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনা।
এই তরুণ তুর্কিকে নিজেদের তল্লাটে ভেড়াতে কাজ শুরু করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এই ফুটবলারকে বার্সা ভেড়ানোর কথা স্বীকার করেছেন ক্লাবটির নতুন কোচ হ্যান্সি ফ্লিক। বার্সা কোচের মতে জাতীয় দলে ইয়ামাল ও নিকো যেভাবে খেলে সেটা দুর্দান্ত।
লামিল ইয়ামাল যেহেতু আগে থেকে বার্সেলোনার হয়ে খেলছে, সেহেতু নিকো নিজের ডেরায় ভেড়ালে বার্সার রক্ষণভাগ আরো শক্তিশালী হয়ে উঠবে বলে তার বিশ্বাস। যদিও বর্তমানে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে মাঠ মাতাচ্ছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০২১ মৌসুম থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১০৩ ম্যাচ খেলে ১১টি গোল করেছেন তিনি।
শুধু বার্সা নয়, ফরাসি ক্লাব পিএসজিও চোখ দিয়ে রেখেছে এই স্প্যানিশ ফরোয়ার্ডের ওপর। মূলত পিএসজির মহাতারকা কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর কারণে একজন ফরোয়ার্ডের অভাবে ভুগছে ক্লাবটি। যার কারণে যে কোনো মূল্য নিকোকে নিজেদের ডেরাতে ভেড়ায়ে এমবাপ্পের অভাব পূরণ করতে চায় ফরাসি ক্লাবটি। প্রয়োজন হয়ে বার্সা থেকে দ্বিগুণ অর্থ খরচ করতেও রাজি নাসের আল-খেলাইফির ক্লাব।
এছাড়াও পিএসজির কোচ লুইর এনরিক নিজেরও স্প্যানিশ হওয়ার কারণে কাজটা সহজও হতে পারে পিএসজির জন্য। তবে নিকোর স্বদেশি ক্লাব হওয়ার বার্সেলোনাতে নাম লেখানোর জোর গুঞ্জন আছে। তবে অন্যদিকে রীতিমতো টাকার বস্তা নিয়ে বসে আছে ফরাসি ক্লাব পিএসজি। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানায়নি নিকো কিংবা তার এজেন্ট।