ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কমলা ও ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৩ বার পঠিত

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় এ বিতর্ক শুরু হয়। বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিনসে ডেভিস।

বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর শুরু হয় বিতর্ক।

 আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

বিতর্কে উঠে এসেছে অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন,  ইউক্রেন, গাজা যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়। সব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন। এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন। একজন আরেকজনকে মিথ্যাবাদী বলেন।

বিতর্কের আগে একাধিক জরিপে দেখা যায়, জনপ্রিয়তায় কমলা ও ট্রাম্প সমানে সমান। শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নির্বাচনের ফলাফল ঠিক করবে। এই বিতর্কের সাফল্যের ওপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোট বেশি টানতে পারছেন।

ট্যাগস :

পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কমলা ও ট্রাম্পের

আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় এ বিতর্ক শুরু হয়। বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিনসে ডেভিস।

বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর শুরু হয় বিতর্ক।

 আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

বিতর্কে উঠে এসেছে অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন,  ইউক্রেন, গাজা যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়। সব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন। এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন। একজন আরেকজনকে মিথ্যাবাদী বলেন।

বিতর্কের আগে একাধিক জরিপে দেখা যায়, জনপ্রিয়তায় কমলা ও ট্রাম্প সমানে সমান। শেষ পর্যন্ত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নির্বাচনের ফলাফল ঠিক করবে। এই বিতর্কের সাফল্যের ওপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যের ভোট বেশি টানতে পারছেন।