পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, হামাসের ২ যোদ্ধা নিহত

- আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২৭ বার পঠিত
অধিকৃত পশ্চিম তীরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের অন্তত দুইজন যোদ্ধা নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে সোমবার তাদের দুইজন সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তুলকারেমে হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া হামাসের আরেক সদস্যকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। জেনিনের কাছে গত সাতদিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে।
তুলকারেমের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজায়ো যান ও ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
জেনিনের মেয়র মোহাম্মদ জারার গত রোববার বলেছেন, ইসরায়েলি হামলার কারণে অন্তত ১৫ হাজার লোককে ক্যাম্প থেকে পালাতে হয়েছে।
তিনি জানান, ইসরায়েলি বাহিনী আনুমানিক ৩০ থেকে ৪০টি বাড়ি জেনিনে ধ্বংস করেছে। এ ছাড়া শত শত বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।