পাকিস্তানী হলেও আওয়ামীলীগ আমলে কোনো সমস্যায় পড়েননি
- আপডেট সময় : ০৬:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৮৯ বার পঠিত
৫৩তম জশনে জুলুসে নেতৃত্ব দিতে বাংলাদেশে এসেছেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তারা বিমানযোগে পাকিস্তান থেকে ঢাকায় এসেছেন।
শনিবার তারা চট্টগ্রামে যাবেন। সেখানে তাদের অনেক ভক্তকূল রয়েছেন। মূলত মাজারভিত্তিক যে সংগঠন গাউসিয়া কমিটি তাদের পৃষ্টপোষকতা করে। এছাড়াও সূফি মিজান, নওফেলও তাদের অন্যতম পৃষ্ঠপোষক ছিল।
পাকিস্তানের অন্যতম দুর্নীতিগ্রস্থ দল মুসলিম লীগ, যে দলের প্রধান আবার নওয়াজ শরীফের মতো ব্যক্তি সেই দলের খাইবার-পাখতুন অঞ্চলের একজন সিনেটর সাবির শাহ বংশ পরম্পরায় বাংলাদেশের চট্টগ্রামভিত্তিক মাজারপন্থীদের কাছে পীর হয়ে বসে আছে!
এতদিন তার বাবা তৈয়্যব শাহ ও তার ভাই তাহের শাহ এই পীর ব্যবসা দেখভাল করলেও এখন এসবকিছু দেখভাল করছে সে নিজেই। প্রতিবছর রবিউল আউয়াল মাস এলেই বাংলাদেশে এসে পড়ে সে। তারপর ঢাকা ও চট্টগ্রামে বিপুল সংখ্যক মাজারপন্থীদের নিয়ে জশনে জুলুসের নামে রাস্তাঘাট বন্ধ করে র্যালি করে আবারও পাকিস্তান ফেরত যায়।
o
মজার বিষয় হলো, তার পুরো পরিবার এই ব্যবসার সাথে জড়িত। আর সে ও তার বাবা-ভাইয়েরা পাকিস্তান থেকে এলেও আ.লীগ সরকারের সময়ে কোনপ্রকার সমস্যায় পড়েনি বরঞ্চ রাষ্ট্রীয় সুযোগসুবিধা পেয়ে আসছিল। নওফেল ও আওয়ামীলীগের অন্যান্য এমপি-মন্ত্রীরা তাদের এই জশনে জুলুসে সরাসরি পৃষ্ঠপোষকতা করতো। আ.লীগ গত ১৬ বছর ধরে অন্যান্য সকল ইসলামী দলের উপর দমনপীড়ন চালালেও এরা উল্টো তাদের কাছ থেকে সকল সহযোগিতা পেত!
ছবিতে গত কয়েক বছর ধরে জশনে জুলুছের নেতৃত্ব দেওয়া পীর সাবির শাহ’র কিছু দুর্লভ স্থিরচিত্র।