ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, সেনাসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পঠিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা চৌকিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জঙ্গি হামলা হয়েছে। এতে পাকিস্তানের অন্তত ছয়জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। সেইসঙ্গে পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হয়েছে।

আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে আহত চার সেনার অবস্থা গুরুতর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে সেনা ও হামলাকারী উভয়ের নিহতের সংখ্যা জানিয়েছে। তবে আহত সেনার কথা উল্লেখ করেনি।

এক দল সন্ত্রাসী দক্ষিণ ওয়াজিরিস্তানের এক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে ছয় জন সেনা ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে আরও সাতজন সন্ত্রাসী নিহত হয়। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)।

ট্যাগস :

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, সেনাসহ নিহত ১৮

আপডেট সময় : ১০:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা চৌকিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জঙ্গি হামলা হয়েছে। এতে পাকিস্তানের অন্তত ছয়জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। সেইসঙ্গে পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হয়েছে।

আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে আহত চার সেনার অবস্থা গুরুতর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে সেনা ও হামলাকারী উভয়ের নিহতের সংখ্যা জানিয়েছে। তবে আহত সেনার কথা উল্লেখ করেনি।

এক দল সন্ত্রাসী দক্ষিণ ওয়াজিরিস্তানের এক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে ছয় জন সেনা ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে আরও সাতজন সন্ত্রাসী নিহত হয়। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)।