রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন

পাবনায় পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ৪১
আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ডাক বিভাগের পিকআপের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সিএনজির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের পিকআপ। সিএনজি ও পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দু’জন এবং আহত হন তিনজন।

ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD