ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পু‌জা মন্ডপ প‌রিদর্শন ,কৃতজ্ঞতা প্রকাশ নির্বাহী অ‌ফিসার আবু আব্দুল্লাহ খান

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১০৪ বার পঠিত

শা‌ন্তি শৃঙ্খলা বজায় রে‌খে ভাবগাম্ভীর্জ বর্ণাঢ্য আ‌য়োজ‌নের মধ্য দি‌য়ে শেষ হ‌য়ে‌ছে হিন্দু ধর্মালম্বী (সনাতন ধর্মীয়) মানুষ‌দের সব‌চে‌য়ে বড় উৎসব ও ধর্মীয় পু‌জো দুর্গোৎসব দুর্গা পুজা। কো‌নো প্রকার অনাকা‌ঙ্খিত কো‌নো ঘটনা না ঘটায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন গৌরনদী উপজেলার ‌চৌকস নির্বাহী কর্মকর্তা ম্যা‌জি‌স্ট্রেড মো: আবু আব্দুল্লাহ খান ।

উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক নিরাপত্বা ক‌ঠোর নজরদা‌রি, অক্লান্ত পরিশ্র‌মের ফল স্বরুপ পুজার্চণা শা‌ন্তিপূর্ণ সকল অনুষ্ঠা‌ন ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা মধ্য দি‌য়ে প্র‌তিমা বিসর্জন দেয়া হয় ।

ব‌রিশা‌লের গৌরনদী উপজেলার ‌ নির্বাহী কর্মকর্তা মো: আবু আব্দুল্লাহ খান প্রথম থে‌কেই কঠোর নজরদা‌রি ‌ক‌রেন এবং গভীর রাত অবধী উপ‌জেলার ৮৫ টির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ক‌রেন । এছাড়া পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুজা মন্ডপ পরিদর্শ‌নের সময় উপ‌স্থিত ছি‌লেন সহকা‌রি ক‌মিশনার ভু‌মি মো : আ‌রিফ হো‌সেন,

‌নির্বাহী অ‌ফিসার মো: আবু আব্দুল্লাহ খান বক্ত‌ব্যে ব‌লেন, সকলের সহযোগিতায় গৌরনদী উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলার দা‌য়িত্ব যথাযথ পাল‌নের কৃ‌তিত্ব গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ ইউনুস মিয়াকে ধন্যবাদ জানান। এবং সহনশীল আচরন ও সহ‌যো‌গিতা করার জন্য গৌরনদী বাসীর প্র‌তিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞপাণ ক‌রেন ।

ট্যাগস :

পু‌জা মন্ডপ প‌রিদর্শন ,কৃতজ্ঞতা প্রকাশ নির্বাহী অ‌ফিসার আবু আব্দুল্লাহ খান

আপডেট সময় : ০৮:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

শা‌ন্তি শৃঙ্খলা বজায় রে‌খে ভাবগাম্ভীর্জ বর্ণাঢ্য আ‌য়োজ‌নের মধ্য দি‌য়ে শেষ হ‌য়ে‌ছে হিন্দু ধর্মালম্বী (সনাতন ধর্মীয়) মানুষ‌দের সব‌চে‌য়ে বড় উৎসব ও ধর্মীয় পু‌জো দুর্গোৎসব দুর্গা পুজা। কো‌নো প্রকার অনাকা‌ঙ্খিত কো‌নো ঘটনা না ঘটায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন গৌরনদী উপজেলার ‌চৌকস নির্বাহী কর্মকর্তা ম্যা‌জি‌স্ট্রেড মো: আবু আব্দুল্লাহ খান ।

উপ‌জেলা প্রশাস‌নের সা‌র্বিক নিরাপত্বা ক‌ঠোর নজরদা‌রি, অক্লান্ত পরিশ্র‌মের ফল স্বরুপ পুজার্চণা শা‌ন্তিপূর্ণ সকল অনুষ্ঠা‌ন ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা মধ্য দি‌য়ে প্র‌তিমা বিসর্জন দেয়া হয় ।

ব‌রিশা‌লের গৌরনদী উপজেলার ‌ নির্বাহী কর্মকর্তা মো: আবু আব্দুল্লাহ খান প্রথম থে‌কেই কঠোর নজরদা‌রি ‌ক‌রেন এবং গভীর রাত অবধী উপ‌জেলার ৮৫ টির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ক‌রেন । এছাড়া পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুজা মন্ডপ পরিদর্শ‌নের সময় উপ‌স্থিত ছি‌লেন সহকা‌রি ক‌মিশনার ভু‌মি মো : আ‌রিফ হো‌সেন,

‌নির্বাহী অ‌ফিসার মো: আবু আব্দুল্লাহ খান বক্ত‌ব্যে ব‌লেন, সকলের সহযোগিতায় গৌরনদী উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় আইন শৃঙ্খলার দা‌য়িত্ব যথাযথ পাল‌নের কৃ‌তিত্ব গৌরনদী ম‌ডেল থানার অ‌ফিসার ইন চার্জ ইউনুস মিয়াকে ধন্যবাদ জানান। এবং সহনশীল আচরন ও সহ‌যো‌গিতা করার জন্য গৌরনদী বাসীর প্র‌তিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞপাণ ক‌রেন ।