মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরদৌলতখান (সিডিখান) গ্রামের প্রবীন সমাজ সেবক আব্দুর রাজ্জাক হাওলাদার আর নেই। শনিবার দিবাগত রাত বারোটায়া তার বড় ছেলে বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম মামুনের বাসায় (বরিশাল পুলিশ সুপারের বাসভবনে) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লা রাজেউন।
মৃত্যকালে স্ত্রী, তিন ছেলে দু মেয়ে নাতী নাতনী ও অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুর রাজ্জাক হাওলাদারের প্রথম নামাজে জানাজা বরিশাল করা হয়, এরপরে লাশ নিজ গ্রাম সিডিখানে নিয়ে আসা হয়েছে। সকাল সারে দশটায় সিডিখান বাজার জামে মসজিদ ও ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।