দেখতে দেখতে প্রায় শেষের পথে ২০২৩ ভারত বিশ্বকাপের প্রথম পর্বের খেলা। এখন পর্যন্ত চলতি আসরে প্রথম পর্বে ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিশ্চিত করে সেমিফাইনাল খেলার টিকিট।
প্থম পর্বের শেষ ম্যাচে আজ নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ভারত এবং নেদারল্যান্ডস। কেননা প্রথম দল হিসেবে সেমিতে খেলার টিকিট নিশ্চিত করে স্বাগতিকরা। অন্যদিকে চলতি আসর থেকে অনেক আগেই ছিটকে গেছেন ডাচরা। দুদলের এই ম্যাচটি আজ বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।
চলতি আসরে এর আগে বেঙ্গালুরুর এই মাঠে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৩৬৭ রান তোলেন অজিরা। জবাবে ব্যাট করতে নেমে ৩০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৬২ রানের জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচে আজ ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রান সংগ্রহ করেন ইংলিশরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেন লঙ্কানরা।
এই মাঠে তৃতীয় ম্যাচে মাঠে নামে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৪০১ রান তোলেন কিউইরা। তবে সেই ম্যাচে বৃষ্টি হওয়ায় ডিএলএস আইনে ২১ রানের জয় পান বাবর আজমের দল। এই মাঠে শেষ ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭১ রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটের জয় তুলে নেন কিউইরা। আজকে ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হবে এই মাঠের খেলা।
এদিকে বিশ্বকাপ ছাড়া এই দুই দলের মাঠের লড়াই দেখা যায় না। এ পর্যন্ত দুই বার মুখোমুখি হয়েছে এই দুই দল। আর ঐ দুই লড়াই হয়েছে ওয়ানডে বিশ্বকাপে যেখানে দুটি ম্যাচেই জিতেছে ভারত। প্রথমবার দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার যৌথ আয়োজনে ২০০৩ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত এবং নেদারল্যান্ড। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২০৪ রান তোলে ভারত। ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। এরপর সর্বশেষ ২০১১ বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুল দল। সেই ম্যাচে আগে ব্যাট করে ১৮৯ রান করে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত।