ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রধান উপ‌দেষ্টার বি‌শেষ সহকা‌রি মাহফুজ আলম

এখনই সময় ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৭২ বার পঠিত

মাদ্রাসার ছাত্র থে‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ । আইন বিভাগ থেকে পাশ করা ছেলেটিই ছিলো “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মাস্টার মাইন্ড” আধ্যা‌তিক ওস্তাদ, । না‌হিদ আ‌সিফ হাসনাত আব্দুল্লাহরা যার নি‌র্দেশনায় কাজ ক‌রে সফল হ‌য়ে‌ছে। নাম তার মাহফুজ, ‌তি‌নি এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এমনিতে দেখতে একটু আওলা ঝাউলা টাইপের, তার একটা বক্তব্য শুনলাম। বুঝলাম এই ছেলের পড়াশুনার লেভেল, জানার পরিধি বিশাল। পৃথিবী, সমাজ, দেশ, বিপ্লব, আন্দোলন ইত্যাদি নিয়ে তার ভালোই জানাশোনা আছে। প্রচুর পড়াশুনা আছে। পড়াশুনা করে।

ওর গভীরতা অনেক অনেক বেশী। ওর একটা ইনক্লোসিভ দর্শন আছে। নিজস্ব একটা ভাবনা আছে।

ও এমনি এমনিতেই সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়নি।

ওর কোয়ালিটি আছে। ওই ছিলো সমন্বয়ক নাহিদদের আসল গুরু। আধ্যাত্নিক গুরু টাইপের।

আর পাঠচক্র, বিতর্ক, প্রচুর বই পড়া ইত্যাদি মিলিয়ে ওরা সময়ের চেয়ে এগিয়ে , বয়সের চেয়ে অনেক বেশি ম্যাচুরড।

যারা ভাবছেন কোথাকার কোন বাচ্চা কতগুলো এসে বড় বড় সব পদে বসে গেলো, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।

ওরা যথেষ্ট পড়াশুনা জানা। যথেষ্ট ব্রিলিয়ান্ট। শুধু বয়সটা একটু কম। এই যা।

আর মাহফুজরা প্রমাণ করেছে, পড়াশুনা ম্যাটারস। দিনশেষে পড়াশুনা রিয়েলি ম্যাটারস! অ‌ভিনন্দন আপনা‌কে ।

Post Courtesy : রেজোয়ানুল হক

ট্যাগস :

প্রধান উপ‌দেষ্টার বি‌শেষ সহকা‌রি মাহফুজ আলম

আপডেট সময় : ১২:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

মাদ্রাসার ছাত্র থে‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ । আইন বিভাগ থেকে পাশ করা ছেলেটিই ছিলো “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল মাস্টার মাইন্ড” আধ্যা‌তিক ওস্তাদ, । না‌হিদ আ‌সিফ হাসনাত আব্দুল্লাহরা যার নি‌র্দেশনায় কাজ ক‌রে সফল হ‌য়ে‌ছে। নাম তার মাহফুজ, ‌তি‌নি এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।

এমনিতে দেখতে একটু আওলা ঝাউলা টাইপের, তার একটা বক্তব্য শুনলাম। বুঝলাম এই ছেলের পড়াশুনার লেভেল, জানার পরিধি বিশাল। পৃথিবী, সমাজ, দেশ, বিপ্লব, আন্দোলন ইত্যাদি নিয়ে তার ভালোই জানাশোনা আছে। প্রচুর পড়াশুনা আছে। পড়াশুনা করে।

ওর গভীরতা অনেক অনেক বেশী। ওর একটা ইনক্লোসিভ দর্শন আছে। নিজস্ব একটা ভাবনা আছে।

ও এমনি এমনিতেই সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়নি।

ওর কোয়ালিটি আছে। ওই ছিলো সমন্বয়ক নাহিদদের আসল গুরু। আধ্যাত্নিক গুরু টাইপের।

আর পাঠচক্র, বিতর্ক, প্রচুর বই পড়া ইত্যাদি মিলিয়ে ওরা সময়ের চেয়ে এগিয়ে , বয়সের চেয়ে অনেক বেশি ম্যাচুরড।

যারা ভাবছেন কোথাকার কোন বাচ্চা কতগুলো এসে বড় বড় সব পদে বসে গেলো, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।

ওরা যথেষ্ট পড়াশুনা জানা। যথেষ্ট ব্রিলিয়ান্ট। শুধু বয়সটা একটু কম। এই যা।

আর মাহফুজরা প্রমাণ করেছে, পড়াশুনা ম্যাটারস। দিনশেষে পড়াশুনা রিয়েলি ম্যাটারস! অ‌ভিনন্দন আপনা‌কে ।

Post Courtesy : রেজোয়ানুল হক