সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ১০৯
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৯:২৮ পূর্বাহ্ণ

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের মাটিডালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার তোজাম্মেল হকের ছেলে হাবিব (২৫) এবং কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি (২৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।

ওসি সেলিম রেজা জানান, হাবিব ও রকি মোটরসাইকেলযোগে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। পথিধ্যে মাটিডালী এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হয়। পরে হাবিবকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD