ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার জন্য নেপালকে দুষলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য নেপালকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার (২৯ সেপ্টেম্বর) মমতা এক বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য নেপালের কোশি নদীর পানিকে দায়ী করেছেন।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বহু এলাকা পানিবন্দি। নদী তীরবর্তী জায়গার ঘরবাড়ি পানির নিচে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেইসঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

এমন পরিস্থিতিতে মমতা বলেছেন, কোশি নদীর পানিতে উত্তরবঙ্গের বহু এলাকা ডুবেছে। সেই পানি বিহার দিয়ে বাংলায় প্রবেশ করেছে। আর অন্যদিকে, সংকোশ নদীর পানি বৃদ্ধিতে মালদহে বন্যা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কোশি নদীর পানিতে বিহারেও এবার বন্যা পরিস্থিতি।  ৫ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। আর বিহার হয়ে এ রাজ্যে উত্তরের দিকটায় পানি ঢুকছে। দক্ষিণ দিনাজপুরেও বন্যা হতে পারে। সতর্ক থাকতে হবে। নেপালের পানিতে বাংলা, বিহার ভাসছে। আর ফরাক্কায় তো ড্রেজিংই হয় না।

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, গত ২০ বছর ধরে ফারাক্কায় কোনো ড্রেজিং হয় না, এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আগে ওরা ১২০ কিলোমিটার দেখভাল করতো, এখন সেখানে মাত্র বিশ কিলোমিটার দেখভাল করে। কিছুই করে না।

অন্যদিকে তুমুল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশটিতে বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত ১১২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ৬৪ জন।

গত শুক্রবার থেকে নেপালে ভারী বৃষ্টি হচ্ছে। এতে করে দেশটির নিমাঞ্চল প্লাবিত হয় এবং বিভিন্ন নদীর পানির উচ্চতা বেড়ে যায়।

বন্যা এবং ভূমিধসের কারণে দেশটির অনেক রাস্তা পানিতে ডুবে গেছে এবং বন্ধ হয়েছে। ভূমিধসের কারণে অন্তত আটটি রাস্তা ব্লক হয়ে আছে। অনেকে বাড়ির ছাদে আটকা পড়ে আছেন।

দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্টকে বলেছে, রাজধানীতে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। ১৯৭০ সালের পর এটি সর্বোচ্চ। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাঠমান্ডুতে রেকর্ড ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাজধানীর কিছু অংশে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

ট্যাগস :

বন্যার জন্য নেপালকে দুষলেন মমতা

আপডেট সময় : ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য নেপালকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার (২৯ সেপ্টেম্বর) মমতা এক বিমানবন্দরে দাঁড়িয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য নেপালের কোশি নদীর পানিকে দায়ী করেছেন।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বহু এলাকা পানিবন্দি। নদী তীরবর্তী জায়গার ঘরবাড়ি পানির নিচে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেইসঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা।

এমন পরিস্থিতিতে মমতা বলেছেন, কোশি নদীর পানিতে উত্তরবঙ্গের বহু এলাকা ডুবেছে। সেই পানি বিহার দিয়ে বাংলায় প্রবেশ করেছে। আর অন্যদিকে, সংকোশ নদীর পানি বৃদ্ধিতে মালদহে বন্যা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কোশি নদীর পানিতে বিহারেও এবার বন্যা পরিস্থিতি।  ৫ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। আর বিহার হয়ে এ রাজ্যে উত্তরের দিকটায় পানি ঢুকছে। দক্ষিণ দিনাজপুরেও বন্যা হতে পারে। সতর্ক থাকতে হবে। নেপালের পানিতে বাংলা, বিহার ভাসছে। আর ফরাক্কায় তো ড্রেজিংই হয় না।

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বলেন, গত ২০ বছর ধরে ফারাক্কায় কোনো ড্রেজিং হয় না, এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। আগে ওরা ১২০ কিলোমিটার দেখভাল করতো, এখন সেখানে মাত্র বিশ কিলোমিটার দেখভাল করে। কিছুই করে না।

অন্যদিকে তুমুল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশটিতে বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত ১১২ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ৬৪ জন।

গত শুক্রবার থেকে নেপালে ভারী বৃষ্টি হচ্ছে। এতে করে দেশটির নিমাঞ্চল প্লাবিত হয় এবং বিভিন্ন নদীর পানির উচ্চতা বেড়ে যায়।

বন্যা এবং ভূমিধসের কারণে দেশটির অনেক রাস্তা পানিতে ডুবে গেছে এবং বন্ধ হয়েছে। ভূমিধসের কারণে অন্তত আটটি রাস্তা ব্লক হয়ে আছে। অনেকে বাড়ির ছাদে আটকা পড়ে আছেন।

দেশটির আবহাওয়া ব্যুরো কাঠমান্ডু পোস্টকে বলেছে, রাজধানীতে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। ১৯৭০ সালের পর এটি সর্বোচ্চ। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাঠমান্ডুতে রেকর্ড ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাজধানীর কিছু অংশে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।