এখনই সময় :বিনোদন ডেস্ক :
গ্লামার,ক্রাইসিস,ইমোশন, রিলেশনশীপ গল্পে দর্শকদের মনোরঞ্জণ দিতে দর্শকদের আলাদা কিছু দিতেই ভিন্নতা নিয়ে ঢালিউড সুপার হিরোইন ইয়ামিন হক ববি অভিনীত ছায়াছবি “ময়ুরাক্ষী” আসছে বাংলার পেক্ষাগৃহে ।
পবিত্র ঈদ উল আযহার পরে বিগ বাজেটের এই “ময়ুরাক্ষী” ছবির অর্থলগ্নি করেছেন আমেরিকা প্রবাসী “আজ”টেলিভিশনের ও আজ ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান চৌধুরী নিজাম নিশো।
ময়ুরাক্ষীর পরিচালক রাশিদ পলাশ বলেন, ময়ুরাক্ষীর ছাড়পত্রর জন্য সেন্সর বোর্ডে ঈদ এর আগেই জমা হয়েছে । এখন চলছে শেষ মুহুর্তের কাজ।
তিনি আরও জানান, ভাল একটি সিনেমা দর্শকদের উপহার দিতে কোনো অংশেই কমতি রাখা হচ্ছে না। কারন দর্শক হল মুখি করার জন্য বিগ বাজেট নিয়ে তৈরী করা হচ্ছে “ময়ুরাক্ষী”। ববির বিপরতীতে অভিনয় করছেন সুদীপ বিশ্বাস দিপ। এছাড়াও অভিনয় করেছেন গোলাম রাব্বানী,শিরিন শিলা প্রমুখ।