সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ

এখনই সময় ডেস্ক / ১৬৮
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে হত্যার হুম‌কির প্র‌তিবা‌দে ব‌রিশা‌লের গৌরনদী‌তে প্র‌তিবাদ সমা‌বেশ ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হয়।
আজ শ‌নিবার বি‌কেল চার টায় শুরু হওয়া প্র‌তিবাদ সমা‌বে‌শে ৭ ইউ‌নিয়‌ন ও পৌর এলাকার হাজার হাজার নেতা ক‌র্মি সমা‌বে‌শে অংশ গ্রহন ক‌রেন। উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি জয়নাল আ‌বেদীন হাওলাদা‌রের সভাপ‌তি‌ত্বে প্র‌তিবাদ সমা‌বে‌শে প্রধান বক্তা হিসে‌বে বক্তব্য রা‌খেন ‌গৌরনদী উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো:হা‌রিছুর রহমান।
এসময় প্র‌তিবা‌দি ছাত্রলীগ নেতা ক‌র্মিরা বিএন‌পির ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের কুশপুতুল দাহ ক‌রা হয়।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD