বরিশালের গৌরনদীতে ৫দিনের ‘লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা’

- আপডেট সময় : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৯ বার পঠিত
বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে শুরু হচ্ছে ৫দিনের লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ৩রা জুন মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলবে এই আয়োজন। ৩০ বছর ধরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে হয়ে আসছে এমন উৎসব।
উৎসব এলাকার এক কিলোমিটার সমান পুকুর ও তার আশপাশের এলাকা সাজানো হয় আধুনিক আলোকসজ্জায়। দলে দলে ভক্তবৃন্দ আসেন লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান উৎসবে। বরিশালের গৌরনদীর মেদাকুল গ্রামে উৎসবমুখর পরিবেশে হয়ে আসছে লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেদাকুল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে সন্ধ্যা থেকে মাধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। এবারের অনুষ্ঠানে অংশ নিবেন খ্যাতিমান কন্ঠশিল্পী ‘নকুল কুমার বিশ^াস’, কুষ্টিয়া লালন একাডেমির ও মাদারীপুর ও বরিশাল জেলার বিভিন্ন শিল্পী। অনুষ্ঠানে রাখা হয়েছে বিভিন্ন টেলিভিশনের শিল্পীদের নৃত্যও। প্রতিবছর বাংলা ১৯ শে জ্যৈষ্ঠ এইদিনের উৎসবকে ঘিরে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
মেদাকুল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ জানান, প্রতিবছরই বাড়ছে অনুষ্ঠানের পরিধি। সবার সহযোগিতায় উৎসব পরিনত হয় এক মিলনমেলায়। এবারের ৫দিনের অনুষ্ঠান ৮-১০ হাজার মানুষের সমাগম হবে বলে কমিটির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। দুরদুরন্তের ভক্তবৃন্দের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, পুরনো এই উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। যাতে উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে করা সম্ভব হয়।
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিশেষভাবে নিরাপত্তা দিবেন। ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করবেন তারা।
আয়োজক কমিটির পক্ষে জানানো হয় , অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি মঙ্গলবার (৩ জুন) বরিশাল ও মাদারীপুরের সীমানাবর্তী গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামে ‘শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী’র মন্দিরে হতে যাচ্ছে ‘লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা’। এতে অংশ নিবেন, খ্যাতিমান কন্ঠশিল্পী ‘নকুল কুমার বিশ্বাস’, বিভিন্ন চ্যানেলের একঝাঁক নৃত্যশিল্পী ও লালনের সংগীত শিল্পীরা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই আয়োজন। উক্ত উৎসবে আপনি স্ব-বান্ধবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি আয়োজিত নৈশভোজে অংশ নিলে চীরকৃতজ্ঞ থাকবো। অনুরোধে: সঞ্জয় কর্মকার অভিজিৎ, সভাপতি, পূজা উদযাপন পরিষদ ও সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন। মোবাইল: ০১৭১১১৯০০৩০, ধন্যবাদ