বরিশালের গৌরনদী জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৭:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৬০ বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন র সভাপতিত্বে মঙ্গলবার ১০ রমজান আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদরাসার হলরুমে আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমির ডক্টর এসএম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসনের জামায়াত ইসলামীর দলীয় মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপলো জামায়াতের সেক্রেটারী জেনারেল বায়েজিদ শরীফ,পৌর জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান , গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।