বরিশালে বিএনপির তিন নেতার পৃথক পৃথক পুজা মন্ডপ পরিদর্শন

- আপডেট সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২৪৪ বার পঠিত
বরিশাল ১ আসন গৌরনদী ও আগৈলঝাড়াতে পৃথক পৃথকভাবে পুজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি কেন্দ্রিয় তিন নেতা নেতা ।
জানা গেছে : সনাতন ধর্মীয় সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদ্বীয়া দূর্গা পুজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের কেন্দ্রিয় তিন নেতা এম জহির উদ্দিন স্বপন,ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও আকন কুদ্দুসুর রহমান পুথক পৃথক ভাবে শারদ্বীয় শুভেচ্ছা বিনিময় ও হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের সাথে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় ও প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন।
বরিশাল ১ আসন গৌরনদী আগৈলঝাড়া সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা এম জহির উদ্দিন স্বপন গত তিন দিন গৌরনদী ও আগৈলঝাড়ার শতাধিক পুজা মন্ডপ পরিদর্শন করেছেন ও সনাতন ধর্মীয় নেতা পুরোহিত ও সাধারন মানুষদের সাথে কুশল বিনিময়, মতবিনিময়সভা সহ প্রশাসনীয় ও দলীয় প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র মরহুম নুর আলম হাওলাদারের কবর জিয়ারত করেন, তার বিদেহী আত্মার মাফফিরাত কামনায় দোয়া মিলাদে অংশ গ্রহন করেন । এসময় তার সাথে বিএনপির ও সহযোগি সংগঠনের নেতা কর্মি ও সমর্থকগন উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় দুর্গা পুজার মন্দির, হিন্দু নেতাদের ও পুরোহিতদের সাথে মতবিনিময় সভা করেছেন । এখনো তিনি এলাকায় অবস্থান করছেন বলে জানান।
এসময় তার সাথে বিএনপির ও অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতা কর্মি ও সমর্থকগন উপস্থিত ছিলেন ।
বিএনপির সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক (বরিশাল বিভাগীয়) আকন কুদ্দুসুর রহমান শারদ্বীয় দুর্গাপুজা উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। হিন্দু ধর্মালম্বী নেতা, জনসাধারন পুরোহিত ও জনগনের সাথে কুশল বিনিময় মতবিনিময়সভা করেন এবং প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ।
এসময় তার সাথে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মি ও সমর্থকগন উপস্থিত ছিলেন ।
কেন্দ্রিয় নেতাদের আগমনে, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেয়া ও নেতা কর্মি সমর্থকদের সাথেরকুশল বিনিময়ে এই তিন চার দিন চাঙ্গা দেখা গেছে নিজ নিজ সমর্থকদের ।