বরিশালে খালের ওপর দোকান ঘর নির্মান

- আপডেট সময় : ০৮:৫২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০৩ বার পঠিত
গৌরনদীর চন্দ্রহার খালের ওপর নির্মাণ করা হচ্ছে দোকান:প্রসাসন নীরব
বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার বাজারের ব্রিজ সংলগ্ন খালের ওপর সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান ঘর নির্মাণ কাজ চলছে।
স্থানীয় সূত্র মতে, চন্দ্রহার বাজারের নির্মাণাধীন ব্রিজ এর পাশেই মান্নান খান নামের এক প্রভাবশালী খালের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছেন। যদিও ব্রিজ এর কাজ এখানো শেষ হয়নি। এলাকাবাসী জানায়, ব্রিজ এর পাশে দোকান ঘর তৈরি করা হলে ব্রিজ এর সৌন্দর্য বিনষ্ট হবে। পাশাপাশি খালের জায়গা দখল করা সরকারি আইনের পরিপন্থী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দোকান ঘর নির্মাণ না করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ভূমি অফিস কিংবা এলাকার মেম্বার কেউই এখন পর্যন্ত বাধা প্রদান না করায় দোকানের কাজ চলমান।প্রশাসন এখনই বন্ধ না করলে ব্রিজের সৌন্দর্যহানী ও জনগণের চলাচলে সমস্যা হবে।