বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। উপজেলার কলসকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আর্শেদের খেয়াঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বরিশালটাইমসকে জানান, নগরীর অ্যাংকর সিমেন্ট কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল।
ট্রলারটি উপজেলার কলসকাঠি ইউনিয়নের আর্শেদের খেয়াঘাট এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।