স্টাফ রিপোর্টার : ট্রাক্টর দিয়ে বরগা জমিতে চাষ দিতে গেলে প্রতিপক্ষ ট্রাক্টর মালিক আয়নাল পিটিয়ে আহত করে কৃষক কালাম সরদার (৫০),ছেলে রফিকুল (২৫) ও একমাত্র প্রতিবন্ধি (বাক প্রতিবন্ধি) মেয়ে পারভীন (১৮)কে । চিকিৎসার জন্য হাসপাতাল নেয়ার পথে পুনরায় মারধর করে বস্ত্র হরন করে অশালীন আচরন অশ্লিল গালাগাল করে । স্থানীয়রা উদ্ধার করে আহতদেরকে ভ্যান যোগে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও আহত সুত্রে জানা গেছে, স্থানীয় শাহিন ও লিটু মিয়ার কাছ থেকে বর্গা লিজ নেয় কালাম সরদার, বর্গা নিয়ে জমিতে ইরিধান রোপনের জন্য প্রস্তুত করতে গেলে আয়নাল সরদারও ওই জমি ট্রাক্টর দিয়ে চাষ করতে যায় এবং কালাম সরদারকে বাধা প্রদান করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আয়নাল তার লোকজন জড়ো করে কালাম সরদারকে মারধর করে। বাবাকে মারধরের সংবাদ পেয়ে ছেলে রফিক রাব্বি ও বাক প্রতিবন্ধি মেয়ে পারভীন এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত অুলা জখম করে। চিকিৎসার জন্য হাসপাতাল নেয়ার পথে পুনরায় মারধর করে বাকপ্রতিবন্ধি কিশোরী পারভীনকে উলঙ্গ করে ফেলে ও অশ্লিল গালাগাল করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এব্যাপারে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।