ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ‘পিটিয়ে হত্যা’, একমাস প‌রে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৫০ বার পঠিত

বরিশালের গৌরনদীতে চাঁদার দাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার আসামি এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মো. সোহেল রানা জানিয়েছেন।

গ্রেপ্তার আল আমিন তালুকদার গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। তিনি উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

একই গ্রামের কামাল সিকদারের ছেলে রাশেদ সিকদার (২৪) পিটুনিতে মারা যাওয়ার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে গৌরনদী ম‌ডেল থানায় হত্যা মামলা হয়েছে।

মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা জানান, রাশেদের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গত ১৬ অগাস্ট সন্ধ্যায় বার্থী বাজারে রাশেদকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।

এ ঘটনায় রাশেদের ভাই রাসেল সিকদার গত ১৭ অগাস্ট গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা তদন্ত শুরু করে।

গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে আল আমীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি করে র‌্যাব জানায়, আসামিকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

বরিশালে ‘পিটিয়ে হত্যা’, একমাস প‌রে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

বরিশালের গৌরনদীতে চাঁদার দাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার আসামি এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মো. সোহেল রানা জানিয়েছেন।

গ্রেপ্তার আল আমিন তালুকদার গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। তিনি উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

একই গ্রামের কামাল সিকদারের ছেলে রাশেদ সিকদার (২৪) পিটুনিতে মারা যাওয়ার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে গৌরনদী ম‌ডেল থানায় হত্যা মামলা হয়েছে।

মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা জানান, রাশেদের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গত ১৬ অগাস্ট সন্ধ্যায় বার্থী বাজারে রাশেদকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।

এ ঘটনায় রাশেদের ভাই রাসেল সিকদার গত ১৭ অগাস্ট গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা তদন্ত শুরু করে।

গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে আল আমীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি করে র‌্যাব জানায়, আসামিকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।