বরিশালে শিশু খুন, আসামিদের ঘরে আগুন দিল বিক্ষুব্ধরা

- আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ১৯ বার পঠিত
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের শিশুপুত্র সাফওয়ান সিকদার (৫) কে পূর্ব শত্রুতার কারনে একই বাড়ির লোকেরা হত্যা করে ।
পুলিশ জানায়, ঘটনার আগের দিন অন্যান্ন শিশুদের সাথে খেলতেছিল শিশু সাফওয়ান। হঠাৎ তাকে না দেখে তার মা খোজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করা হয় এবং গৌরনদী মডেল থানায় নিখোজ ডায়েরী করা হয়। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে মুসুল্লিরা দেখতে পায় জমির মধ্যে উপুড় হয়ে কিছু একটা বস্তু । কাছে গিয়ে তারা দেখতে পায় নিখোজ শিশু সাফওয়ানের নিথর দেহ !
গলায় রশি পেচিয়ে,চোখ তুলে ও হাত ভেঙ্গে নির্মম নির্যাতন করে এ হত্যা কান্ড ঘটানো হয় ।
মামলায় গ্রেফতারকৃত আসামিদের ২টি বাসভবন ও ৩টি টিনের ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে তাৎক্ষনিক পৃলিশ ঘটনাস্থলে যায় । আর্মি ও পুলিশ অভিযান চালিয়ে জড়িৎ থাকার সন্দেহে দু জনকে আটক করেন ।
সাফওয়নের বাবা ইমরান শিকদার বাদি হয়ে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
সাফওয়ানের জানাজায় অংশগ্রহণকারী বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকাল ৪টার দিকে জানাজার পূর্বে উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের গ্রেফতারকৃত আসামি ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী ও জানাজার পরে বিকাল সাড়ে ৪টার দিকে প্রধান আসামি রোমান চৌধুরীর বাসভবনসহ ৫টি ঘরে অগ্নিসংযোগ করেন। এলাকাবাসী এই ন্যাক্কার জনক হত্যাকান্ডের কঠিন বিচার দাবি করে দফায় দফায় বিক্ষোভ করেন।