বরিশালে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ

- আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৯৮ বার পঠিত
৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে র ্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সকাল সারে নয়টা থেকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গৌরনদী পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্র সহ খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা সদর বাসস্ট্যান্ড প্রদক্ষিন শেষে সমাবেশ স্থলে যোগদান করেন।
সকাল সারে ১১টায় গৌরনদী কেন্দ্রিয় ঈদগা ময়দান মাঠে উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা বরিশাল ১ আসনের সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপন ।
৭ ই ণভেম্বর কি ও কেনো ? এবং সাংবাদিক সাগর রুনির হত্যার বিষয় নিয়ে, ফ্যাসিস্ট সরকারের ও শেখ হাসিনার বড় ভাই দক্ষিনাঞ্চলের গডফাদার ও তার সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসের আরেক গডব্রাদার চিচকে হারিছ এর সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগি সংগঠনগুলো নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এছাড়া সভা মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি মো: মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব সরোয়ার হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,পৌর বিএনপির আহবায়ক ফরিদ হোসেন মিয়া, বরিশাল জেলা উত্তর বিএনপির ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান স্বপন শরীফ প্রমুখ । এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল শ্রেনীর নেতা কর্মি ও সমর্থকগন।