সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তৌকির মাহমুদ তৃপ্ত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি ইস্পাহানি মির্জাপুর টি লিমিটেড এর উদ্যোগে এবং বাংলা একাডেমির পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল- ‘চ্যানেল আই’ -এ বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২৩ পঞ্চম বর্ষ’ এর বিভাগভিত্তিক প্রতিযোগিতায় বরিশাল বিভাগে সেরাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে স্টুডিও রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তার এই জ্ঞান ও তথ্য সহযোগিতায় অগ্রগামী ও অবিভাবকের ভূমিকায় ছিলেন অত্র বিদ্যালয়ের বাংলা বিভাগের সনামধন্য শিক্ষিকা ‘মোসাম্মাৎ মাসুমা পারভিন’। বিচারক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ প্রফেসর মোয়াজ্জেম হোসেন (ডিজি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চল), ড. প্রফেসর এহতাসামুল হক (অধ্যক্ষ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ), সহকারী অধ্যাপিকা বাংলা বিভাগ (বরিশাল বিশ্ববিদ্যালয়) এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোহাম্মাদ মহিদুল ইসলাম মাহি। সে তার সাফল্যর এই ধারাবাহিকতা জাতীয় পর্যায়ে যেন অব্যাহত রাখতে পারে সেজন্য সবাই দোয়া করবেন।