দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ শরনখোলা-মোরেলগঞ্জে বিএনপির মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করছেন সাবেক ছাত্রনেতা তালকদার এএইচএম নুরুল মোমেন(তালুকদার রুমী)। ইতিমধ্যে তিনি নির্বাচনী এলাকায় নানামূখী সামাজিক কর্মকাণ্ডের মাঝে গণসংযোগ শুরু করেছেন। ঢাকা থেকে প্রায়ই ছুটে যান নিজ এলাকায়।
এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত হন তিনি। দুস্থদের পাশেও দাঁড়াতে দেখা গেছে তাকে। তালকুদার রুমী জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্ধিতা করতে চান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারন করে ছাত্র রাজনীতি করেছেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক আইডল মনে করে দলের সকল কর্মসূচীতে অংশগ্রহন করে থাকেন।
তিনি বলেন, এলাকাবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত করে আসছি। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি।
তালুকদার রুমী, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও ঢাকা আদমজী ক্যান্টমেন্ট কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর স্নাতকে ভর্তি হন মিরপুর বাঙলা কলেজে। স্নাতকোত্তর সমাপ্তির পর তিনি বেসরকারি গ্রীণ ইউনিভার্সিটি থেকে এলএলবি ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এলএলএম পাশ করেন।
তিনি ১৯৯৪-৯৫ মেয়াদে মিরপুর বাঙলা কলেজ ছাত্র সংসদের এজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, কলেজ শাখা ছাত্রদলের প্রথম যুগ্ন আহ্বায়ক ছিলেন তিনি। মহানগর উত্তর ছাত্রদল কমিটির সহ আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এসএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ইয়াছিন আলীকে সরাসরি ভোটে নির্বাচিত করার সময় ৬০জন কাউন্সিলরদের মধ্যে মিরপুর বাঙলা কলেজের একমাত্র কাউন্সিলর ছিলেন তালুকদার রুমী। এছাড়া জিয়া একাডেমির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালুকদার রুমী ঢাকা মহানগন উত্তর বিএনপির অধীনে সদ্য বিদায়ী কাফরুল থানা বিএপির সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পালন করছেন। তিনি দলের সকল আন্দোলন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহন করে থাকেন।
একাদশ জাতীয় সংসদের ভোটার তালিকা অনুযায়ী বাগেরহাট-৪ শরণখোলায় ৪টি এবং মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নের এই আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৬হাজার ৫১০জন।