বাতাবি লেবুর ফলন যেভাবে বাম্পার হবে
- আপডেট সময় : ০৩:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২৫৩ বার পঠিত
বাতাবি লেবু ফল হিসেবে খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, এতে মানবশরীরের প্রভূত উপকার সাধিত হয়ে থাকে। তবে বেশ কয়েক বছর ধরেই এতদঞ্চলের বাসিন্দা হিসেবে আমরা বুঝতে পারছি যে বাতাবি লেবুর চাষও নিরুপদ্রবে বেঁচে থাকার জন্য অত্যন্ত সহায়ক। এবার আসুন জেনে নেওয়া যাক, কীভাবে বাতাবি লেবুর ফলন ‘বাম্পার’ হবে।
প্রথমেই আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বাতাবি লেবুর চাষ কেন প্রয়োজন? উত্তরে বলি, পৃথিবীতে সবকিছুর সোজা উত্তর পাওয়া যায়। সে ক্ষেত্রে অনুভূতি শক্তির তীব্রতা বাড়াতে হয়। সুতরাং অনুভব করতে শিখতে হবে আগে। বুকে হাত রাখুন, চোখ বন্ধ করুন। ও হ্যাঁ, মুখটাও বন্ধ রাখতে হবে। এবার বাতাবি লেবু চাষ নিয়ে ভাবতে থাকুন। মনে-মগজে শুধু একটাই ভাবনা আনতে হবে। তা হচ্ছে বাতাবি লেবু। এবার বলুন তো, নির্ভয়ে বুকভরে শ্বাস নিতে পারছেন? বাতাবি লেবুকে কি বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বলের মতো চকচকে ও আরাধ্য মনে হচ্ছে?
উত্তর যদি ইতিবাচক হয়, তবে বুঝে নিতে হবে, বাতাবি লেবুর বাম্পার ফলন ফলানোর মতো মানসিক স্থিরতা আপনার চলে এসেছে। আর যদি জবাব নেতিবাচক হয়, তবে হতাশ সুরে বলতেই হচ্ছে, জীবন কখনো কুসুমাস্তীর্ণ নয়—এটি বোঝার সময় আপনার চলে এসেছে।