রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ অপরাহ্ন

বাসে তল্লাশি, ৫ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক / ৫৯
আপডেট : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৯:৪৪ পূর্বাহ্ণ

বরিশালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দম্পতি হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২০)।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ওই অভিযান পরিচালনা করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে যাওয়ার খবরে তাদের একটি অভিযানিক দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাসটি ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD