সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন

বিএন‌পির মি‌ডিয়া সে‌লের আহবায়ক স্বপন‌কে ফু‌লের শু‌ভেচ্ছা

এখনই সময় ডেস্ক / ১২৩
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ৩:২৪ অপরাহ্ণ

বাংলা‌দেশ জাতীয়তাব‌াদি দল বিএন‌পির মি‌ডিয়া সেল এর আহবায়ক করা হ‌য়ে‌ছে বিএন‌পির কে‌ন্দ্রিয় সা‌বেক তথ্য ও গ‌বেষনা বিষয়ক সম্পাদক বরিশাল – ১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে ।

সা‌বেক সাংসদ ও বিএন‌পির কে‌ন্দ্রিয় নেতা এম জ‌হির উদ্দিন স্বপন‌কে মি‌ডিয়া সে‌লের আহবায়ক করায় গৌরনদী আ‌গৈলঝাড়ার পক্ষে নেতা ক‌র্মিরা তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানা‌ন। এসময় উপ‌স্থিত ছিলেন ব‌রিশাল জেলা উত্তর বিএন‌পির আহবায়ক সা‌বেক ছাত্র‌নেতা ও সরকা‌রি গৌরনদী ক‌লে‌জের সা‌বেক ভি‌পি মিজানুর রহমান খান মুকুল,উপ‌জেলা যুবদ‌লের সা‌বেক সাধারন সম্পাদক সা‌যেদুল আলম খান সেন্টু,উপ‌জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি জাফর আহ‌ম্মেদ,যুবদল নেতা ও এম‌পির প্রাক্তন পিএস কামরুজ্জামান খোকন,ছাত্রদ‌লের কে‌ন্দ্রিয় সহ সম্পাদক মাহমুদুল হাসান মিলন প্রমুখ ।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD