সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন

বিস্ফোরণে ভেঙে পড়ল ফ্ল্যাটের দেয়াল, দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক / ৪৬
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের কাশিপুরে একটি ভবনের পাঁচতলা ফ্ল্যাটে বিস্ফোরণে নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের হোসাইনী নগর এলাকায় এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

দগ্ধরা হলেন কাশিপুর হোসাইনী নগর এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার (২৫), পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া (৩০), তার স্ত্রী বিথি আক্তার (১৮) ও তাদের এক কন্যাশিশু।

আহতরা হলেন স্থানীয় ফল ব্যবসী আবু কালাম (৬০) ও জাকির হোসেন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, শনিবার রাত ১২টার দিকে কাশিপুর হোসাইনী নগর এলাকার লক্ষ্মী নিবাস নামে পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের ভেতরে আগুন ধরে যায়। বিস্ফোরণে পাঁচতলার ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাঁচতলার ফ্ল্যাটের আসবাবপত্রও আগুনে পুড়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

ফ্ল্যাটের ভেতরে থাকা দগ্ধ চারজনসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন চিকিৎসকরা। এর মধ্যে আবু কালাম ও জাকির হোসেনকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সাভির্সের এই কর্মকর্তা।


এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD