ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, একই বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী নিহত

- আপডেট সময় : ১১:০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পঠিত
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে এক হাইওয়েতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে নুপোরাঙ্গা শহরের কাছে হাইওয়েতে এই দুর্ঘটনা হয়েছে। এতে ট্রাকের চালকও আহত হয়েছেন। তবে তিনি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরবর্তী সময়ে ওই চালককে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, নিহতদের সবাই ইউনিভার্সিটি অব ফ্রাঙ্কার শিক্ষার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে বাসের এক অংশ পুরোপুরি বিধস্ত হয়েছে। গভর্নর তারসিসিও দে সাও পাওলো রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
ব্রাজিলের যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৪ সালে ব্রাজিল সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।