ধলেশ্বরী টোল প্লাজায় পরিবহনের চাপয় নিহত ৫

- আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ২৫ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয় পরিবহনের চাপায় ৫ যাত্রী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন ।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দরপাল্লার পরিবহন বিএমডাব্লিউ বেপারী পরিহন নামক বাসের ধাক্কায় প্রাইভেটকার ও বাইক দুমড়ে মুচড়ে যায়,এসময় ৫ জন নিহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত হয়।
সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জন মারা যান। যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।